মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান বাজানোসহ উল্লাস প্রকাশ নিয়ে প্রতিবাদ করতে গিয়ে মোয়াজ্জিন ইরফান আলী প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় পুলিশ মামলার প্রধান আসামিসহ ৪ জনকে গ্রেফতার করেছে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, ঈদের দিন মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামের জামাল খাঁ, এনাম খাঁ ও মাজম খাঁ সহ বেশ কয়েকজন পিকআপ ভ্যান নিয়ে উচ্চ স্বরে সাউন্ড বক্সে গান বাজিয়ে উল্লাস করতে থাকলে মসজিদের মোয়াজ্জিন ইরফান আলী প্রতিবাদ জানান। এতে ক্ষেপে গিয়ে তারা ইরফান আলীর উপর হামলা চালায়। এ সময় মোয়াজ্জিনের ছেলে ও বাড়ির লোকজন তাকে উদ্ধার করতে এগিয়ে এলে হামলাকারীরা তাদেরকেও আহত করে। গুরুতর আহত অবস্থায় ইরফান আলীকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।
এ ঘটনায় ইরফান আলীর ছেলে বায়জিদ মিয়া লিটন বাদি হয়ে মাধবপুর থানায় একটি মামলা দায়ের করেন। এ মামলায় পুলিশ এজাহার নামীয় ৪ আসামিকে গ্রেফতার করেছে।
Leave a Reply