মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেলঘর বাস স্ট্যান্ড এলাকা থেকে ১৩টি মাদক মামলার আসামি উমরা খানকে পুলিশ ইয়াবা সহ গ্রেফতার করেছে।
পুলিশ জানায়, গোপন সূত্রে খবর পেয়ে মাধবপুর থানার উপ পরিদর্শক কামাল হোসেনের নেৃতত্বে একদল পুলিশ রবিবার বিকেলে ৫০ পিস ইয়াবা সহ তাকে গ্রেফতার করে।
মাধবপুর থানার ওসি কেএম আজমিরুজ্জামান জানান, উমরা খান উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর গ্রামের মৃত ইন্তাজ আলীর ছেলে। সে এলাকার চিহিৃত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে ১৩টি মাদক মামলা রয়েছে।
Leave a Reply