মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট যুবসেনা ও ছাত্রসেনার ত্রি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার, ১৪ অক্টোবর বিকেলে উপজেলার শাহজাহানপুর ইউনিয়ন পরিষদ মাঠ এলাকায় আয়োজিত কাউন্সিলে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের ইউনিয়ন আহবায়ক মাওলানা মিজানুর রহমান আজিজির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ফ্রন্টের ব্রাহ্মণবাড়িয়া জেলা সাধারণ সম্পাদক মুফতি মোস্তাক আহমদ ক্বাদেরী আল ওয়ায়েসী। কাউন্সিল উদ্বোধন করেন খান্দুরা দরবার শরীফের পীর সাহেব সৈয়দ জুবায়ের কামাল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সুলেমান খান রাব্বনী, মাধবপুর উপজেলা সভাপতি মাওলানা ইউনুছ আনছারী, সাধারণ সম্পাদক কারী খন্দকার আশরাফ আলী, সাংগঠনিক সম্পাদক মাওলানা খাদিমুল ইসলাম আল হাসান, ছাত্রসেনার মাধবপুর উপজেলা সভাপতি খন্দকার জহিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিল্লাল।
Leave a Reply