মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ইটাখোলা বীজ উৎপাদন খামারে অগ্নিকাণ্ড সংঘটিত হয়েছে। এতে একটি ট্রাক্টর পুড়ে যায়।
বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। বিভিন্ন সূত্রে জানা যায়, হঠাৎ ইটাখোলা বীজ উৎপাদন খামারে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে মাধবপুর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
মাধবপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মনতোষ মল্লিক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ব্যাটারি থেকে আগুনের সুত্রপাত হয়। এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে।
Leave a Reply