মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আওয়ামী লীগ নেতা ও বঙ্গবন্ধু একাডেমির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সৈয়দ মো জুয়েলকে বাঘাসুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহাবউদ্দিন আহমদ পিস্তল দেখিয়ে হত্যার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
এই ঘটনায় সৈয়দ মো জুয়েল মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে উল্লেখ রয়েছে, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রূপনগর গ্রামের সৈয়দ মো সেলিম মিয়ার ছেলে সৈয়দ মো জুয়েল বাখরনগর এলাকায় একটি জমি ক্রয় করেন। গত ২০ এপ্রিল জুয়েল ও তার লোকজন জমিতে কাজ করার সময় ইউপি চেয়ারম্যান শাহাবউদ্দিন আহামদ ও তার লোকজন তাকে বাধা দেয়। এ সময় দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে চেয়ারম্যান নিজের লাইসেন্স করা পিস্তল দেখিয়ে সৈয়দ মো জুয়েলকে হুমকি দেন।
হুমায়ুন মিয়া নামের এক ব্যক্তি জানান, তারা জমিতে কাজ করছিলেন। চেয়ারম্যান লোকজন নিয়ে তাদেরকে বাধা দেন। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
সৈয়দ মো জুয়েল জানান, তাকে হত্যার হুমকি দেওয়ায় তিনি আতংকে আছেন।
বাঘাসুরা ইউপি চেয়ারম্যান শাহাব উদ্দিন জানান, তিনি হুমকি দেননি। তবে জায়গা নিয়ে বিরোধ আছে। ওসির সঙ্গে কথা হয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক-তদন্ত আমিনুল ইসলাম জানান, অভিযোগ তদন্ত করে দেখা হচ্ছে।
Leave a Reply