মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামা আতের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এর আগে মাওলানা ইউনুছ আনছারীর সভাপতিত্বে ও মাওলানা কাজী সারোয়ার হোসেন সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা আহলে সুন্নাত ওয়াল জামা আতের সাধারণ সম্পাদক মাওলানা ক্বারী আতিকুর রহমান খান আতিকি ও যুগ্ম সাধারণ সম্পাদক এখলাছুর রহমান সিরাজী। এ সময় উপজেলা ও পৌর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
পরে সংগঠনের মাধবপুর পৌর কমিটির নাম ঘোষণা করেন, উপজেলা সহ সভাপতি জসিম উদ্দিন। পীরে তরিকত ফকির মাওলানা নাছির উদ্দিন খান রেজভীকে সভাপতি, মো আবুল কাশেমকে সাধারণ সম্পাদক ও মেহেদী হাসান কুতুবকে সাংগঠনিক সম্পাদক করে পৌর শাখার ৫১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ও ১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ঘোষণা করা হয়।
Leave a Reply