মাধবপুর প্রতিনিধি : আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে হবিগঞ্জের মাধবপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের পক্ষে সরাসরি ভোটের মাঠে কাজ করবেন বলে পাঁচ শতাধিক নেতাকর্মী ঘোষণা দিয়েছেন।
২৮ ফ্রেরুয়ারি দুপুরে ভাইস চেয়ারম্যান প্রার্থী আব্দুল আজিজের বাড়িতে আয়োজিত এক মতবিনিময় সভায় উপস্থিত উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীরা এ ঘোষণা দেন।
মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামালের সভাপতিত্বে ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চৌমোহনী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, যুগ্মসাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর খুর্শেদ আলম, বুল্লা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম মামুন, তাজউদ্দিন আহমেদ টেনু, সাবেক পৌর কাউন্সিলর গোলাপ খান, পৌর কাউন্সিলর বাবুল হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া, বিএনপি নেতা ফজলুর রহমান, মীর আব্দুল আলীম বাদল, মামুন মেম্বার, ফজলুর রহমান বুলেট, যুবদলের যুগ্মআহবায়ক কবির চৌধুরী, যুবদল নেতা মশিউর রহমান, সাদেক মিয়া, ছাত্রদল নেতা মারুফ মিয়া, এস এম ইকরাম, কৃষক দল নেতা মুখলেছুর রহমান সোহেল, মাসুদুর রহমান মাসুক, স্বেচ্ছাসেবক দল নেতা আল আমিন, এমদাদুল হক সুজন, হাজী রাসেল, জসিম সিকদার, পৌর ছাত্রদল নেতা রাজ আহমেদ, সেজান আহমেদ ও রিয়াজ আহমেদ।
Leave a Reply