মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে নারী সহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের ঢাকায় প্রেরণ ও মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে।
রবিবার, ৫ নভেম্বর উপজেলার উত্তর বেজুড়া গ্রামে সকাল থেকে দুপুর পর্যন্ত দফায় দফায় এই সংঘর্ষ চলে।
পুলিশ ও এলাকার লোকজন জানায়, গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে উত্তর বেজুড়া গ্রামের রফিক মিয়া ও মর্তুজ আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নারী সহ কমপক্ষে ২০ জন আহত এবং বেশ কয়েকটি বাড়িঘর ভাংচুর হয়।
মাধবপুর থানার ওসি রকিবুল ইসলাম খান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। দিনভর উত্তর বেজুড়া গ্রামে পুলিশ মোতায়েন ছিল।
Leave a Reply