হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে সন্ত্রাস ও নারী নির্যাতন রোধ এবং আদর্শ সন্তান গঠনে মায়ের ভূমিকা শীর্ষক সচেতনতামূলক মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নেয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বেসরকারি সংস্থা আশার উদ্যোগে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, হবিগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা। ইউপি চেয়ারম্যান সৈয়দ জাবেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, মাধবপুর থানার ওসি ইকবাল হোসেন ও ট্রাফিক ইন্সপেক্টর ফারুক আল-মামুন ভূঁইয়া।
পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা বলেন, মা হচেছন সন্তানের শ্রেষ্ঠ শিক্ষক। মা সচেতন হলে সন্তানরা অবশ্যই ভাল মানুষ হবে।
Leave a Reply