রাজীব দেব রায় রাজু, মাধবপুর : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় সুরমা চা বাগানের ১০ নম্বর এলাকায় একটি খালের উপর আড়াই কোটি টাকা ব্যয়ে সেতু নির্মাণকাজে নানা অনিয়মের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগগুলোর মধ্যে রয়েছে, নির্মাণ কাজের ফাইলিং শেষ হয়ে গেলেও সরকারি নির্দেশনা অনুযায়ী এখন পর্যন্ত সাইনবোর্ড না লাগানো। এছাড়া শর্ত অনুযায়ী মানসম্পন্ন রড, বালু ও পাথর ব্যবহার করা হচ্ছেনা।
রড, সিমেন্ট, বালু ও পাথর স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মান পরীক্ষা করিয়ে প্রতিবেদন হাতে পাওয়ার পর কাজ শুরুর নিয়ম থাকলেও সেই প্রতিবেদন এখন পর্যন্ত সেতুর নির্মাণ কাজের তদারকির দায়িত্বে থাকা মাধবপুর উপজেলা সহকারী প্রকৗশলীর হাতে এখনও আসেনি।
মাধবপুর উপজেলা এলজিইডি সূত্রে জানা যায়, ২ কোটি ৫৪ লাখ টাকার এই কাজটি পায় হাসান এন্টারপ্রাইজ নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ইতোমধ্যে প্রতিষ্ঠানটি ফাইলিংয়ের কাজ প্রায় শেষ করে ফেলেছে; কিন্তু এলাকাবাসীর অভিযোগ, নির্মাণকাজে সিলিকা বালু ব্যবহারের শর্ত থাকলেও ব্যবহার করা হচ্ছে সেতুর নিচের সেই খালেরই বালু। এছাড়া ৬০ গ্রেডের রড ব্যবহার করার কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে ৫০ গ্রেডের রড। যে পাথর ব্যবহার করা হচ্ছে তাও খুব মানসম্পন্ন নয়।
এ ব্যাপারে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষে দায়িত্বে থাকা সৈয়দ রাজীব (রুবেল) নামের একজন জানান, সেতুর নির্মাণকাজ সিলিকা বালু দিয়েই করা হচ্ছে। কাজের শুরুতেই সাইনবোর্ড লাগানো হয়নি কেন জানতে চাইলে উল্টো তিনি প্রশ্ন করেন, তাতে কি হয়েছে। তবে জানান, সাইনবোর্ড লাগানো হবে; কিন্তু ৬০ গ্রেডের রডের পরিবর্তে ৫০ গ্রেডের রড ব্যবহার প্রসঙ্গে তার উত্তর পাওয়া যায়নি।
এ ব্যাপারে হাসান এন্টারপ্রাইজের মোবাইল ফোনে একাধিক বার যোগাযোগ করার চেষ্টা করলেও কেউ ‘কল রিসিভ’ করেননি।
মাধবপুর উপজেলা সহকারী প্রকৌশলী মো নজরুল ইসলাম জানান, সেতুর নির্মাণ কাজের শুরুতে সাইনবোর্ড লাগানোর নিয়ম থাকলেও তা লাগানো হয়নি-শীঘ্রই লাগানো হবে।
তিনি আরও জানান, সেতুর নির্মাণ কাজে সিলিকা বালুর সঙ্গে কিছু স্থায়ী বালুও ব্যবহার করা হয়েছে। রডের গায়ে লেখা আছে ৫০ গ্রেড, যা কনভার্ট করলে ঠিকই আছে।
এলজিইডির হবিগঞ্জ জেলা নির্বাহী প্রকৌশলী মো ফরিদুল ইসলাম জানান, সাইনবোর্ড লাগানো হয়নি-লাগানো হবে। বালু, রড ও পাথর ল্যাবে পরীক্ষা করে লাগানো হয়েছে।
ল্যাবের রিপোর্টগুলো মাধবপুর উপজেলা সহকারী প্রকৌশলী মো নজরুল ইসলামের কাছে রয়েছে বলেও তিনি জানান।
Leave a Reply