মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী শ্রীধাম দাশগুপ্তকে লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টার দিকে সড়ক ও জনপথ বিভাগের ডাকবাংলোতে এ ঘটনা ঘটে। তবে মেয়র প্রার্থীর কোন ক্ষতি হয়নি।
মাধবপুর উপজেলা যুবলীগের সভাপতি আদাঐর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক পাঠান জানান, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি সুব্রত পুরকায়স্থকে নিয়ে সেখানে নির্বাচন সংক্রান্ত আলোচনার হঠাৎ বিকট শব্দে পরপর তিনটি পেট্রোল বোমা বিস্ফোরিত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত জব্দ করে।
মেয়র প্রার্থী শ্রীধাম দাশগুপ্ত জানান, আওয়ামী লীগ প্রার্থীর জনপ্রিয়তা দেখে প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা এ কাজ করেছেন। এ ঘটনায় মাধবপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
মাধবপুর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, এ ঘটনায় আওয়ামী লীগ প্রার্থী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply