মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে একটি প্রভাবশালী মহল অবৈধভাবে বালু উত্তোলন করেই যাচ্ছে। ফলে নেতিবাচক প্রভাব পড়ছে পরিবেশের উপর। বালু পরিবহণে ব্যবহৃত গাড়ি চলাচলের কারণে রাস্তাও ভেঙ্গে গেছে।
এলাকাবাসী জানান, উপজেলার চৌমোহনী ইউনিয়নের গাজীপুর গ্রামের হামদু মিয়া ও তার লোকজন একটি দিঘি থেকে দীর্ঘদিন ধরে ড্রেজার মেশিন দিয়ে দিনরাত অবৈধভাবে বালু উত্তোলন করে যাচ্ছে। বাধা দিয়েও কোন ফল মেলেনি। অত্যন্ত প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায় না।
এ ব্যাপারে হামদু মিয়ার সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সত্য নয় বলে তিনি দাবি করেন।
মাধবপুর উপজেলা সহকারী কমিশনার-ভূমি মোহাম্মদ মহিউদ্দিন আহামেদ জানান, গাজীপুর এলাকায় বালু উত্তোলনের বিষয়টি তার জানা ছিলনা। এখন ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply