মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পূর্ব শক্রতার জের ধরে অসরপ্রাপ্ত এক শিক্ষকের বাড়িতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ করা হয়েছে।
সোমবার সন্ধ্যার পর চৌমোহনী ইউনিয়নের কমলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকার লোকজন জানান, গ্রামের লুৎফুর রহমান মাস্টারের একটি ঘরে সন্ধ্যার পর হঠাৎ আগুন লাগে। এতে বাড়ির সবাই চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণ করে।
ক্ষতিগ্রস্তরা অভিযোগ করেছেন আনিসুর রহমান আদিল নামের একজনের সঙ্গে তাদের পূর্ব বিরোধের জের ধরে এই ঘটনা ঘটানো হয়েছে।
তবে আনিসুর রহমান আদিল জানান, লুৎফুর রহমান মাস্টারের সঙ্গে তার পূর্ব বিরোধ আছে; কিন্তু অগ্নিসংযোগের অভিযোগ সত্য নয়।
মাধবপুর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। অভিযোগ পেলে তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply