মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রাণ ফিরে পেয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর আবার শুরু হয়েছে পাঠদান। এতে শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকসহ শিক্ষাসংশ্লিষ্ট সবার মাঝে নতুন উদ্দীপনা কাজ করছে।
রবিবার সকালে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মেনে অভিভাবকদের সঙ্গে নিয়ে বিদ্যালয়ে পৌঁছলে শিক্ষকরা পরম আদরে তাদের গ্রহণ করেন। কোথাও ফুল দিয়ে আর কোথাও বাদ্যযন্ত্র বাজিয়ে প্রিয় শিক্ষার্থীদের বরণ করা হয়। তবে অভিভাবকদেরকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হয়নি। এর আগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা হয়।
সুন্দাদিল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাটিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়, গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের প্রতি শিক্ষকদের স্নেহ-মমতার ভিন্ন ভিন্ন প্রকাশ দেখা যায়।
সুন্দাদিল সরকরি প্রাথমিক বিদ্যালয়ে বেলুন দিয়ে গেইট সাজিয়ে অন্যরকম এক পরিবেশ তৈরি করা হয়।
মাধবপুর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ছিদ্দিকুর রহমান জানান, উপজেলার ১৪৯টি বিদ্যালয়ে পাঠদান শুরু হয়েছে। প্রথমদিন যে সকল শিক্ষার্থী উপস্থিত হয়নি তাদের বাড়িঘরে খোঁজ-খবর নেওয়া হবে।
Leave a Reply