মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার নয়াপাড়া চা বাগানে ছেলেকে বাঁচাতে গিয়ে চা শ্রমিক পিতা সুজিত রেলি (৫৫) খুন হয়েছেন। সোমবার সকালে এ ঘটনা ঘটে। নিহত সুজিত রেলির পুত্রবধূ সুষমা রেলি ও মেয়ে অঞ্জনা রেলি জানান, সুজিত রেলির ভাই বদু রেলির সঙ্গে তর্ক-বিতর্কের এক পর্যায়ে বদু রেলির চাচাতো ভাই হেলাল রেলি ও সেলিম রেলি সুজিত রেলির ছেলে ধনু রেলির উপর হামলা চালায়। পিতা এ সময় ছেলেকে বাঁচাতে গেলে সেলিম রেলি ও হেলাল রেলি তাকে কুপিয়ে আহত করে। গুরুতর অবস্থায় তাকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply