তন্দ্রা দেব রায়, মাধবপুর : হবিগন্জের মাধবপুর উপজেলার নোয়াপাড়া চা বাগানে গবাদি পশু চুরির হিড়িক পড়েছে। গত কয়েকদিনে চুরি হয়েছে ৩০টি বেশি গরু, ছাগল ও ভেড়া। তবে এক চোর জনতার হাতে ধরা পড়েছে।
এলাকার লোকজন ও পুলিশ সূত্র জানায়, দিনের বেলায়ও গবাদি পশু চুরি হচ্ছে। এতে আতঙ্কে দিন কাটাচ্ছেন চা শ্রমিকরা। অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন।
একটি সংঘবদ্ধ চোর চক্র বাগান থেকে গরু চুরি করে বাইরে দালালদের কাছে বিক্রি করে বলে অভিযোগ রয়েছে।
শনিবার, ৮ সেপ্টেম্বর দুপুরে নোয়াপাড়া চা বাগানের রনজিত চাষার ছেলে বরুণ চাষা একটি গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা তাকে আটক করে উত্তম মধ্যম দিয়ে বাগান অফিসে আটকে রাখে। এসময় সে গবাদি পশু চুরিতে জড়িত আরও কয়েক জনের নাম প্রকাশ করে।
খবর পেয়ে নোয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ মো সোহেল ও বাগান ব্যবস্থাপক ঘটনাস্থলে আসেন। এসময় চা শ্রমিকরা বরুণ চাষাকে বাগানের কাজ থেকে প্রত্যাহার করার দাবি জানান।
বাগান ব্যবস্থাপক চা শ্রমিকদের দাবি মেনে নেওয়ার ঘোষণা দেন।
পরে বরুণ চাষাকে পুলিশে সোপর্দ করা হয়।
Leave a Reply