মাধবপুর প্রতিনিধি : মুজিববর্ষে উপজেলা পর্যায়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে হবিগঞ্জের মাধবপুরে ‘খাদ্যের নিরাপদতা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের উদ্যোগে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এ সেমিনারের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারানের সভাপতিত্বে ও জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা হাবিবুর রহমানের সঞ্চালনায় সেমিনারে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সুকোমল রায়, থানার ওসি মো. ইকবাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা রফিকুল নাজিম, প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান ও সাংবাদিক আইয়ুব খান।
Leave a Reply