মাধবপুর প্রতিনিধি : সিলেট-ঢাকা মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের অদূরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সাতবর্গ খাতাবাড়ি নামক স্থানে ট্রাক ও সিএনজি অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত ও ৬ জন আহত হয়েছেন।
পুলিশ জানায়, শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। এর প্রতিবাদে উত্তেজিত জনতা প্রায় এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে।
নিহতরা হলেন, মাধবপুর উপজেলার হালুয়াপাড়া গ্রামের মিল্লাল উদ্দিন (৫০) ও আবু তাহের (৫৫) এবং আদাঐর গ্রামের শান্তা রায় (২৫)। আহতদেরকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি চন্দন কুমার চক্রবর্তী, দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
Leave a Reply