মাধবপুর প্রতিনিধি : ঢাকা-সিলেট মহাসড়কে হবিগঞ্জের মাধবপুর উপজেলার অদূরে সাতবর্গ নামক স্থানে যাত্রীবাহী বাস ও অটোরিক্সার সংঘর্ষে একজন নিহত ও কমপক্ষে ৭ জন আহত হয়েছেন।
শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত মাধবপুর উপজেলার আন্দিউড়া গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে শাহাব উদ্দিনকে উপজেলা হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় আক্তার মিয়া, কাদির মিয়া ও শিশু শামীমকে ব্রাহ্মণবাড়িয়ায় প্রেরণ করা হয়েছে। এছাড়া লক্ষী রানী দেবনাথকে মাধবপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাধবপুর থানার ওসি কে এম আজমিরুজ্জামান জানান, দুর্ঘটনাটি পার্শ্ববর্তী বিজয়নগর উপজেলায় সংঘটিত হয়। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রয়েছে।
Leave a Reply