বড়লেখা প্রতিনিধি : পবিত্র ইদুল ফিতরের ছুটিতে মৌলভীবাজারের বড়লেখার মাধবকুণ্ড জলপ্রপাত দেখতে এসে দুই দিনে অন্তত ৬ হাজার নারী-পুরুষ পর্যটক ফিরে যেতে বাধ্য হলেন।
মাধবকুণ্ডে এবার জারি করা নিষেধাজ্ঞার বিষয়টি না জানায় এসব প্রকৃতিপ্রেমী এখানে ছুটে এসে বিপাকে পড়েন।
দেশের বিভিন্ন এলাকা থেকে আসা পর্যটকরা ইদের দিন সোমবার বিকেলে ভেতরে প্রবেশ করতে না পেয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। এক পর্যায়ে ইকোপার্কের টিকেট কাউন্টারে ভাংচুরও চালানো হয়। পরে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করা হয়। এসময় ইকোপার্ক এলাকার নিরাপত্তার দায়িত্বে থাকা পর্যটন পুলিশও সটকে পড়ে।
১৭ জুন উপজেলার সর্বত্র ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে জলপ্রপাতের রাস্তায় ফাটল ও সিঁড়ির নিচের মাটি দেবে যাওয়ায় চলাচল মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ২১ জুন থেকে মাধবকুণ্ডে পর্যটক প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।
বনবিভাগের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, ইদের ছুটির কারণে শ্রমিক না থাকায় সংস্কার কাজ বন্ধ রয়েছে। কাজ শেষে অভ্যন্তরীণ রাস্তা পর্যটক চলাচলের উপযোগী করে ইকোপার্কের গেট খুলে দেয়া হবে।
Leave a Reply