নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ১ হাজার পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
র্যাব ৯ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, তাদের শায়েস্তাগঞ্জ কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুর ১টার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের শিবজয়নগর গ্রামে বাদশা গেইট থেকে সাতপাড়িয়াগামী কাঁচা রাস্তার উপরহতে এই ইয়াবা জব্দ করে।
এ সময় মাদক ব্যবসায়ী মো জাহের মিয়াকে (৩৫, পিতা মৃত মহারাজ মিয়া, সাতপাড়িয়া, মাধবপুর, হবিগঞ্জ) গ্রেফতার করা হয়।
তাকে মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply