মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের মেহেরপুর গ্রামে মাদক উদ্ধার অভিযানকালে র্যাব-১৪ ভৈরব ক্যাম্পের একটি দলের উপর মাদক কারবারিরা হামলা চালিয়েছে।
সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এতে আহত হন, র্যাব সদস্য মাসুদুর রহমান ও গাড়িচালক আপন বড়ুয়া। এসময় আত্মরক্ষার্থে র্যাব গুলি ছুঁড়লে মাদক ব্যবসায়ী তোফাজ্জল ইসলাম শাকিল গুলিবিদ্ধ হয়। আহতদেরকে মাধবপুর উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
র্যাব-১৪ এর আভিযানিক দল তোফাজ্জল হোসেন শাকিল ও তার পিতা আক্তার হোসেনকে ১শ বোতল ভারতীয় ফেনসিডিল সহ আটক করে।
র্যাব-১৪ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সূত্রে খবর পেয়ে দুপুর ১২টার দিকে আক্তার হোসেনের বাড়িতে অভিযান চালালে আক্তার হোসেন ও তোফাজ্জল হোসেন শাকিলসহ ১০/১২ জন লোক দা ও লাঠি নিয়ে র্যাব সদস্যদের উপর হামলা চালায়। আত্মরক্ষার্থে র্যাব সদস্য মাসুদুর রহমান পিস্তল দিয়ে ৩ রাউন্ড গুলি ছঁড়েন।
Leave a Reply