সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার ধর্মপাশা গ্রামকে মাদক ও সন্ত্রাসমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে ধর্মপাশা গ্রামবাসীর উদ্যোগে গ্রামের বাচ্চু মিয়ার বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
অ্যাডভোকেট আব্দুল আজিজ চৌধুরীর সভাপতিত্বে ও ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস, সহসভাপতি ফখরুল ইসলাম চৌধুরী, বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাজাহারুল হক ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আজহারুল ইসলাম।
বক্তারা বলেন, মাদকের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে ধর্মপাশা উপজেলা । আছে সন্ত্রাসও। তাই মাদক ও সন্ত্রাস নির্মূলে গ্রামে গ্রামে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
Leave a Reply