গোয়াইনঘাট প্রতিনিধি : সিলেটের পুলিশ সুপার মো মনিরুজ্জামান বলেছেন, মাদক, ইভটিজিং, জঙ্গি ও বাল্যবিয়ে গোয়াইনঘাটে থাকবে না।
মঙ্গলবার দুপুরে গোয়াইনঘাট কলেজে আয়োজিত মাদক, জঙ্গিবাদ, ইভটিজিং ওবাল্যবিয়ে বিরোধী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে পুলিশ সুুপার বলেন, ইভটিজিংয়ের কারণে কোন ছাত্রীকে ক্লাস বর্জন করতে হবেনা। একটি ফোন দিলেই ব্যবস্থা। প্রবাসী স্বামীর আশায় অকালে কোন মেয়েকে বিয়ের পিঁড়িতেও বসতে হবেনা।
অধ্যক্ষ ফজলুল হকের সভাপতিত্বে ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক দিলরুবা বেগমের পরিচালনায় মতবিনিময় সভার শুরুতেই কোরআন তেলাওয়াত করেন শাহিন আহমদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত খান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, গোয়াইনঘাট সার্কেল এএসপি মতিয়ার রহমান, কােম্পানীগঞ্জ থানার ওসি আলতাফ হোসেন, গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন, গোয়াইনঘাট প্রেসক্লাব সভাপতি এম এ মতিন, প্রধান শিক্ষক আব্দুস শহিদ, প্রভাষক ফারুক আহমদ ও গভর্নিং বডির সভাপতি তাজুল ইসলাম। শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন সাঈদুর রহমান, মনিরা আক্তার ও সুমন আহমদ।
অনুষ্ঠানে শিক্ষার্থীরা জীবনে মাদক গ্রহণ করবেনা বলে শপথ গ্রহণ করে।
Leave a Reply