হবিগঞ্জ প্রতিনিধি : সিলেট রেঞ্জ পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ বলেছেন, অপরাধী যে দলেরই হোক না কেন-কোন ছাড় দেওয়া হবেনা। মাদকের বিরুদ্ধে অবশ্যই জিরো টলারেন্স। কোন পুলিশ সদস্যও যদি মাদকের সঙ্গে জড়িত থাকে তাহলে সেও ছাড় পাবেনা।
বৃহস্পতিবার বিকেলে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন পরিদর্শন শেষে বিশেষ আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
সভায় সভাপতিত্ব করেন, পুলিশ সুপার মোহাম্মদ উল্লাহ।
শায়েস্তাগঞ্জ থানার ওসি অজয় চন্দ্র দেবের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন, সিলেট ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার নূরুল ইসলাম, শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার ইকবাল, ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা ভাইস চেয়ারম্যান মুক্তা আক্তার ও জেলা পরিষদ সদস্য আব্দুল্লাহ সরদার।
Leave a Reply