নিজস্ব প্রতিবেদক : সিলেটে সাংবাদিকদের নিয়ে মাদকের অপব্যবহার বিরোধী তথ্য অভিযান সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা তথ্য কার্যালয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতেরর সহযোগিতায় এ অবহিতকরণ সভার আয়োজন করে।
এতে বক্তব্য রাখেন, সিলেটের বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের পরিচালক জাহিদ হোসেন মোল্লা, বাংলাদেশ বেতার সিলেটের আঞ্চলিক পরিচালক ফখরুল আলম ও তথ্য উপ পরিচালক জুলিয়া যেসমিন মিলি।
সাংবাদিক মধ্যে আলোচনায় অংশ নেন, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল, ইলেক্ট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন-ইমজার সাধারণ সম্পাদক দেবাশীষ দেবু ও অনলাইন প্রেসক্লাবের সভাপতি মোহিত চৌধুরী।
Leave a Reply