সুনামগঞ্জ প্রতিনিধি : মাদকদ্রব্যের অপব্যবহার ও মাদকপাচার বিরোধী আর্ন্তজাতিক দিবস উপলক্ষে সুনামগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকাল ১০টায় সুনামগঞ্জ জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আবুল হোসেন মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আইনুর আক্তার পান্নার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাবেরা আক্তার, সিভিল সার্জন ডা আশুতোষ দাস, ২৮ বিজিবি অধিনায়ক নাছির উদ্দিন, জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার তাপস রঞ্জন ঘোষ, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ পরিচালক জাকির হোসেন ও পরিদর্শক সুয়েব আহমদ চৌধুরী।
Leave a Reply