হবিগঞ্জ প্রতিনিধি : পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন হবিগঞ্জের বাহুবলে আলোচিত রুমানা হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে।
শনিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, হবিগঞ্জ পিবিআইয়ের অতিরিক্ত পুলিশ সুপার মিয়া কুতুবুর রহমান চৌধুরী।
পিবিআই কার্যালয়ে আহুত সংবাদ সম্মেলনে তিনি জানান, ২০১৮ সালের ৪ আগস্ট বাহুবল উপজেলার রাজাপুর গ্রামের রুমানা আক্তারকে রাতে বেলা দেখা করার কথা বলে ঘর থেকে ডেকে নিয়ে যায় তার প্রেমিক একই গ্রামের জুবায়ের আহমদ। পরে সে ও তার বন্ধুরা রুমানা আক্তারকে গণধর্ষণ করে। এ সময় রুমানা আক্তার প্রতিবাদ করলে তারা তাকে জবাই করে হত্যা করে।
জুবায়ের আহমদ আদালতে স্বীকারোক্তি দেয়, মাত্র ৫শ টাকার বিনিময়ে সে প্রেমিকাকে ধর্ষকদের হাতে তুলে দেয়। এ ঘটনায় সাথে জড়িত ৫ জনের মধ্যে জুবায়ের আহমদ সহ ৪ জনকে পিবিআই আটক করেছে।
Leave a Reply