বিদেশ থেকে আগত ইউএস-বাংলা এয়ারলাইন্সের যাত্রীদের ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রাম হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে মাত্র ১০ মিনিটে লাগেজ ডেলিভারি দেয়া হচ্ছে।
এই কার্যক্রম বাংলাদেশের এভিয়েশন শিল্পের ইতিহাসে একটি অনন্য নজির স্থাপন করেছে বলে ইউএস-বাংলা এয়ারলাইন্স কর্তৃপক্ষ দাবি করেছেন।
ইউএস-বাংলা এয়ারলাইন্স ১৭ই জুলাই ২০১৪ সালে প্রতিষ্ঠার পর মাত্র ২ বছর ৪ মাস অতিক্রম করেছে। এই অল্প সময়ের মধ্যেই প্রতিষ্ঠানটি অভ্যন্তরীণ রুটে সাধারণ যাত্রীদের গ্রহণযোগ্যতা অর্জন করতে সক্ষম হয়েছে।
৯৮.৭% অন-টাইম ফ্লাইট অপারেশন ও ইন-ফ্লাইট সার্ভিসের জন্য ইউএস-বাংলা এয়ারলাইন্স ২০১৫ সালে অভ্যন্তরীণ সেক্টরে ‘বেস্ট এয়ারলাইন্স’ হওয়ার গৌরব অর্জন করে। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যেই দেশীয় গণ্ডি পেরিয়ে হিমালয় কন্যা খ্যাত নেপালের রাজধানী কাঠমুণ্ডুতে ফ্লাইট পরিচালনা করছে। ইতোমধ্যে ১১ই নভেম্বর থেকে ঢাকা ও চট্টগ্রাম থেকে মধ্যপ্রাচ্যের মাস্কাটে ফ্লাইট পরিচালনা শুরু করেছে। এছাড়া ১লা ডিসেম্বর থেকে ঢাকা ও কলকাতার মধ্যে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে।
Leave a Reply