সাবেক অর্থমন্ত্রী ভাষাসংগ্রামী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, শিল্পায়নে অনেকটা এগিয়ে গেলেও বাংলাদেশ এখনো কৃষি নির্ভর দেশ। দেশে আগের তুলনায় কৃষি উৎপাদন চার গুণ বৃদ্ধি পেয়েছে।
তিনি আরো বলেছেন, মাটি ও মানুষ হচ্ছে উন্নয়ন অগ্রযাত্রার মূল হাতিয়ার। কালের বিবর্তনে ও সময়ের প্রয়োজনে জনশক্তির চরিত্র পরিবর্তন করা দরকার। তাই কৃষক সমাজকে দক্ষতা বৃদ্ধির প্রয়োজনে শিক্ষা ও বিজ্ঞানমনস্ক হতে হবে।
মঙ্গলবার বিকেলে মহানগরীর একটি কমিউনিটি সেন্টারে কৃষি প্রডিউসার অর্গানাইজেশন সিলেটের উদ্যোগে আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে সংবির্ধত অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ফজুলল কবির। অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদফতর সিলেটের প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ বিমল চন্দ্র সোম, উপ পরিচালক কৃষিবিদ সালাহ উদ্দিন, অতিরিক্ত পরিচালক মজুমদার মোহাম্মদ ইলিয়াস, এফবিসিসিআইর পরিচালক খন্দকার সিপার আহমেদ, দক্ষিণ সুরমা উপজেলা কৃষি কর্মকর্তা শামীমা আক্তার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল মুমিন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম ও বীজ ডিলার সমিতির সভাপতি আশরাফ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন, সিলেটের আঞ্চলিক বীজ প্রত্যয়ন কর্মকর্তা কৃষিবিদ আবু নাছের ও চ্যানেল আইয়ের সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।
Leave a Reply