নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব লাভের পর শফিকুর রহমান চৌধুরী দলের নেতৃবৃন্দকে নিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।
মঙ্গলবার সকালে তিনি সিলেট জেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সংক্ষিপ্ত বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী তাকে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়ায় দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। একই সঙ্গে কেন্দ্রীয় নেতৃবৃন্দকেও ধন্যবাদ জানান।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান বলেন, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পাওয়ায় দলের সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান হবে।
এর আগে সোমবার বাদ মাগরিব শফিকুর রহমান চৌধুরী জেলা নেতৃবৃন্দকে নিয়ে শাহজালাল রহমতুল্লাহি আলাইহি ও হযরত শাহপরান রহমতুল্লাহি আলাইহির মাজার জিয়ারত করেন।
তিনি জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান এবং সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র বদর উদ্দিন আহমদ কামরানের কবরও জিয়ারত করেন।
মাজার জিয়ারত ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদনকালে আরো উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের জেলা সহসভাপতি আশফাক আহমদ, অ্যাডভোকেট মো নিজাম উদ্দিন, অ্যাডভোকেট শাহ মো মোসাহিদ আলী, অধ্যক্ষ সুজাত আলী রফিক, মহানগর সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, জেলা যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, কবীর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুর রহমান, অ্যাডভোকেট রনজিত সরকার, আইন সম্পাদক অ্যাডভোকেট আজমল আলী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, কোষাধ্যক্ষ শমসের জামাল, তথ্য ও গবেষণা সম্পাদক মো মবশ্বির আলী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সৈয়দ এপতার হোসেন পিয়ার, প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন আহমদসহ অন্যরা।
Leave a Reply