NEWSHEAD

মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সুনামগঞ্জে শিলুয়া নদী পুনঃখনন শুরু

Published: 26. Jan. 2019 | Saturday

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে জলাশয় সংস্কারের মাধ্যমে দেশীয় বিভিন্ন প্রজাতির মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে শিলুয়া নদী জলমহাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। এতে ২০ লাখ টাকা ব্যয় হবে।
শনিবার দুপুরে পুনঃখনন কাজ উদ্বোধন করেন, সদর উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা।
এ উপলক্ষে মৎস্যজীবীদের নিয়ে সচেতনতামূলক সভাও করা হয়। সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা সীমা রানী বিশ্বাসের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান নিগার সুলতানা কেয়া। বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা সহকারী কমিশনার ভূমি নুসরাত ফাতেমা ও জেলা মৎস্যজীবী লীগের যুগ্ম আহবায়ক শাহ আলম শেরুল।
মৎস্য অধিদফতর ঢাকার আওতায় জেলা মৎস্য দফতরের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবছরে এ প্রকল্প বাস্তবায়নের কথা রয়েছে।

Share Button
April 2020
M T W T F S S
« Mar    
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  

দেশবাংলা