নিজস্ব প্রতিবেদক : মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪১তম ওফাৎ বার্ষিকী উপলক্ষে সিলেটে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে জেলা ন্যাশনাল আওয়ামী পার্টির উদ্যোগে এই দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ন্যাশনাল আওয়ামী পার্টির চেয়ারম্যান এম এ ভাসানী। সভাপতিত্ব করেন, দলের জেলা সভাপতি আব্দুল আহাদ। প্রধান বক্তা ছিলেন, বিভাগীয় সদস্য সচিব কামাল আহমদ। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় সাহিত্য বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আকিক মিয়া, সিলেট বিভাগীয় আহ্বায়ক ডা এম কে কিবরিয়া, জেলা সাধারণ সম্পাদক শহীদুল হক নগরী ও জনতা পার্টির মহানগর সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক। পরিচালনায় ছিলেন সদস্য সচিব কামাল আহমদ।
এর আগে অনুষ্ঠিত হয় চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এতে শিশুরা অংশ নেয়। পরে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply