বাংলা গানের বিপুল সম্ভারকে শ্রোতার কাছে পৌঁছে দিতে মাই সাউন্ড এবারের ঈদে প্রকাশ করেছে নতুন বেশ কিছু গান। জনপ্রিয় শিল্পীদের পাশাপাশি প্রতিশ্রুতিশীল নবীন শিল্পীদের কণ্ঠে ধারণকৃত ১২টি অ্যালবাম প্রকাশ করেছে মাই সাউন্ড। এছড়া ঈদ উৎসবকে ঘিরে এই আয়োজন যেন আরো বর্ণিল হয় সে জন্য গানের পাশাপাশি নির্মাণ করছে মিউজিক ভিডিও। মোট ১৩টি মিউজিক ভিডিও দেখতে পাবেন দর্শক।
ঈদে একক অ্যালবামগুলোর মধ্যে রয়েছে, আরফিন রুমির ‘এক পলকে’, ইলিয়াসের ‘না বলা কথা ৪’, তোসিফের ‘নীল গল্প’, তানজীব সরোয়ারের ‘মেয়ে’, আবিদের ‘বৃষ্টি’, অমিতের ‘ভুল মানুষ’, চ্যানেল আই ক্ষুদে গানরাজের শিল্পী নিশির ‘বাংলাদেশী মেয়ে’ ও মমর ‘মন জানে’, আকাশ সেনের ‘শূন্যতা’, প্রত্যয় খানের ‘তোমাকে পাবোনা’ ও কাজী শুভর ‘দূরে দূরে থেকোনা’।
মিউজিক ভিডিওগুলো হলো, গতকাল রাতে (আসিফ ও রোমানা), কখনো বলিনি (রাফাত), ইন্দুবালা ২ (ফজলুর রহমান বাবু), এক পৃথিবী (সোহেলী ও প্রসেঞ্জিত), জানতাম যদি (তৌসিফ), হৃদয়ের এই সীমানায়(বেলাল খান ও নওরিন), চাঁদের চোখে (ইলিয়াস ও স্বরলিপি), ময়না ২ (ইয়াসিন), চোখ থেকে মন (কাজী শুভ ও স্বরলিপি), ভালোবাসতে চাই (ইলিয়াস ও লুইপা), গ্রহণ করো (শফিক তুহিন), দিল এ লাগে টান (কাজী শুভ), শূন্যতা (আকাশ সেন) ও এক পলক (আরফিন রুমি)।
Leave a Reply