মাধবপুর প্রতিনিধি : স্যাটেলাইট টেলিভিশন মাই টিভির ত্রয়োদশ বর্ষে পদার্পণ উপলক্ষে হবিগঞ্জের মাধবপুরে কেক কাটা, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মাধবপুর প্রেসক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন।
মাই টিভির মাধবপুর প্রতিনিধি রাজীব দেব রায় রাজুর সভাপতিত্বে ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজসেবা কর্মকর্তা আশ্রব আলী তাপস, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাধব রায়, উপজেলা শ্রমিক লীগের আহবায়ক, সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো আপন মিয়া, সাংবাদিক রোকন উদ্দিন লষ্কর, শংকর পাল সুমন, মো অলিদ মিয়া, সানাউল হক চৌধুরী শামীম, মিজানুর রহমান, আলমগীর কবির, আনিসুর রহমান মুক্তার, শেখ জাহান রনি ও রেড সেল ইন বাংলাদেশের পরিচালক শেখ ইমন।
আলোচনা সভা শেষে মাই টিভির পরিচালক সহ মাই টিভি পরিবারের সকলের সুস্থতা কামনা করে দোয়া করা হয়।
সবশেষে কেক কাটা হয়।
Leave a Reply