নিজস্ব প্রতিবেদক : মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য ও জেলা সভাপতি এবং সিলেট মহিলা সংস্থার চেয়ারম্যান রুবি ফাতেমা ইসলাম ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার দুপুর ২টার দিকে মহানগরীর একটি বেসরকারি ক্লিনিকে তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। রুবি ফাতেমা ইসলাম দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। তিনি দেশে-বিদেশে চিকিৎসা নেন। মৃত্যুর খবর পেয়ে আওয়ামী পরিবারের নেতৃবৃন্দ সহ আত্মীয়স্বজনরা তার বাসায় ছুটে যান।
রুবি ফাতেমা ইসলামের বাবা অ্যাডভোকেট হাবিবুর রহমান দীর্ঘদিন আওয়ামী লীগের জেলা সভাপতি ও স্বামী অহিদুল ইসলাম তোফা সাংগঠনিক সম্পাদক ছিলেন।
পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান, সহ সভাপতি সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ রুবি ফাতেমা ইসলামের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
Leave a Reply