সিলেট জেলা প্রেসক্লাব বিশিষ্ট সাংবাদিক, বালাগঞ্জ সরকারি কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ও কবি মহিউদ্দিন শীরুর ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে।
রবিবার বাদ জোহর হজরত শাহজালাল (র) মাজার গোরস্থানে তাঁর কবরে জেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করা হয়।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক আল আজাদ, সাধারণ সম্পাদক ছামির মাহমুদ ও সংগঠনের জ্যেষ্ঠ সদস্য মোহাম্মদ মহসিন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply