মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের রক্তদান উপকমিটির এক প্রস্তুতি সভা মঙ্গলবার সন্ধ্যায় সিলেট মহানগরীর চৌহাট্টায় অনুষ্ঠিত হয়েছে।
উপকমিটির আহবায়ক নিরঞ্জন চন্দ্র চন্দের সভাপতিত্বে ও সদস্য সচিব অরুণ কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি প্রণব কুমার দেবনাথ, প্রধান সমন্বয়কারী জ্যোতির্ময় সিংহ মজুমদার চন্দন, সাধারণ সম্পাদক এ্যাপেক্সিয়ান চন্দন দাশ, কমলপদ পাল, সহসভাপতি বিনয় ভূষণ তালুকদার, সহসম্পাদক উত্তম ঘোষ, সহসাংগঠনিক সম্পাদক রমাকান্ত গুপ্ত রুপু প্রমুখ।
সভায় উৎসবের দ্বিতীয় দিন ২৪ সেপ্টেম্বর শনিবার সকাল সাড়ে ৯টায় মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় রক্তদান কর্মসূচিতে যারা স্বেচ্ছায় রক্তদান করতে ইচ্ছুক তাদেরকে কমিটির আহবায়ক নিরঞ্জন চন্দ্র চন্দ (মোবাইল ০১৭১৫০০৮৭৬৫) অথবা সদস্য সচিব অরুণ কুমার বিশ্বাসের (মোবাইল ০১৭১৭৬৮২৯০৯) কাছে নাম তালিকাভুক্ত করানোর আহবান জানানো হয়েছে।
মহালয়া উদযাপন পরিষদের সর্বশেষ প্রস্তুতি সভা আগামী ১৬ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১১টায় শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে। এতে সংগঠনের উপদেষ্টা, পৃষ্ঠপোষক ও কার্যনির্বাহী পরিষদের সকল সদস্য এবং উপকমিটি সমূহের আহবায়ক ও সদস্য সচিবদের উপস্থিতি কামনা করা হয়েছে।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply