মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার কার্যকরী পরিষদের এক সাধারণ সভা শুক্রবার সকালে সিলেট মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডিজিএম প্রণব কুমার দেবনাথের সভাপতিত্বে ও সহসভাপতি বিনয় ভূষণ তালুকদারের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা। বিশেষ অতিথি ছিলেন, মহালয়া উদযাপন পরিষদের উপদেষ্টা রোটারিয়ান নিরেশ চন্দ্র দাশ, যুগ্মসমন্বয়কারী অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দেব, সুসেন্দ্র চন্দ্র নমঃ খোকন, শ্রীমা সারদা সংঘ সিলেটের সম্পাদক কবি বিনতা দেবী।
স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ। সভায় আরও বক্তব্য রাখেন, পৃষ্ঠপোষক অশোক রঞ্জন চৌধুরী, সহসভাপতি এপেক্সিয়ান জি ডি রুমু, ঢাকা ব্যংকের ভিপি ও ব্যবস্থাপক সুমন বনিক, নিধীর রঞ্জন সূত্রধর, নিরঞ্জন চন্দ্র চন্দ, অসিত কুমার সূত্রধর, তারেশ কান্তি তালুকদার, যুগ্মসম্পাদক বাংলাদেশ ব্যাংকের যুগ্মপরিচালক জ্যোতিমোহন বিশ্বাস, সহসম্পাদক হারাধন দেব প্রভাষ, মৃণালকান্তি চৌধুরী মঞ্জু, সাংগঠনিক সম্পাদক ব্যাংকার অরুণ কুমার বিশ্বাস, সহসাংগঠনিক সম্পাদক চন্দ্রশেখর দে চপল, মনোজকান্তি ভট্টাচার্য্য মান্না, নিহার রঞ্জন রায়, সুনির্মল চক্রবর্ত্তী, মহিলা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ শাশ্বতী ঘোষ সোমা, সাংস্কৃতিক সম্পাদক অমিত ত্রিবেদী প্রমুখ।
সভায় বিভিন্ন উপকমিটির দায়িত্ব সুষ্ঠুভাবে পালনের উপর গুরুত্ব আরোপ করা হয়।
পরবর্তী সভা আগামী ২ সেপ্টেম্বর শুক্রবার বিকেল ৫টায় মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় অনুষ্ঠিত হবে।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply