মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের রজত জয়ন্তী উদযাপন উপলক্ষে বুধবার থেকে ৩ দিনব্যাপী অনুষ্ঠানমালা শুরু হবে।
মহানগরীর মিরাবাজারে শ্রীশ্রী বলরাম জিউর আখড়ায় প্রথম দিন পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। উৎসবের উদ্বোধন করবেন রামকৃষ্ণ মিশন ও আশ্রম সিলেটের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী চন্দনাথানন্দজী মহারাজ। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক রজত কান্তি ভট্টাচার্য্য ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ^াস সমর। বিকেলে শিশু-কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা এবং সন্ধ্যা ৬টায় ‘মাতৃশক্তি ও বর্তমান প্রজন্ম’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। রাত ৮টায় রয়েছে শিক্ষয়িত্রী জয়তী ঘোষ লোনার পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের দ্বিতীয় দিন বৃহস্পতিবারের কর্মসূচিতে রয়েছে বিকাল ৫টায় বীরেন্দ্র কুমার চন্দ স্মৃতি বৃত্তি প্রদান, সন্ধ্যা ৭টায় সংগঠনের বিগত ২৪ বছরের সভাপতি ও সাধারণ সম্পাদকদের ক্রেস্ট দিয়ে সম্মান জ্ঞাপন ও সন্ধ্যা সাড়ে ৭টায় অমিত ত্রিবেদীর পরিচালনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উৎসবের শেষ দিন শুক্রবার সকাল ৮টায় শ্রীমা সারদা সংঘের পরিচালনায় সমবেত চন্ডীপাঠ করা হবে। অন্যান্য কর্মসূচিতে রয়েছে, সকাল সাড়ে ৯টায় রক্তদান, সন্ধ্যা ৬টায় বিপুল শর্মার পরিচালনায় বিশেষ নৃত্যানুষ্ঠান, ৪ জন রতœগর্ভা মা এবং ধর্ম সমাজসেবায় ২ জনকে সম্মাননা প্রদান, ‘অরুণ আলোর অঞ্জলি’র মোড়ক উন্মোচন, উপেন্দ্র চন্দ্র দাশ, প্রভাসিনী দাশ ও সুরেশ চন্দ্র বণিক স্মৃতি বৃত্তি প্রদান, আলোচনা ও পুরস্কার বিতরণী এবং রাত সাড়ে ৯টায় সমাজের সুবিধা বঞ্চিতদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ।
Leave a Reply