নিজস্ব প্রতিবেদক : পরম করুণাময় আল্লাহতা’লার কাছে দেশ ও জাতির সুখ, শান্তি ও সমৃদ্ধি, মুসলিম উম্মার সার্বিক কল্যাণ এবং মহামারি করোনা থেকে বিশ্ববাসীর সুরক্ষা কামনার মধ্য দিয়ে সারাদেশে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হয়েছে।
বৈশ্বিক মহামারি করোনার কারণে একমাস কঠোর সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর উদযাপনে আগের মতো আয়োজন না থাকলেও গতবছরের চেয়ে বেশি ছিল। স্বাস্থ্যবিধি মেনে এবারো ঈদগায় বা খোলা মাঠে জামাত হয়নি। হয়েছে মসজিদে। মুসল্লিদের উপস্থিতিও ছিল অনেক বেশি। অধিকাংশের মুখে মাস্ক থাকলেও শারীরিক দূরত্ব বজায় ছিলনা। অবশ্য মসজিদ কর্তৃপক্ষ নামাজের আগে মসজিদের মেঝে জীবাণুমুক্ত করেন।
সিলেট মহানগরীতে এবার ঈদুল ফিতরের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয় হযরত শাহজালাল (র) দরগা মসজিদে। এছাড়াও হযরত শাহপরান (র) দরগা মসজিদ, হযরত বুরহান উদ্দিন (র) দরগা মসজিদ, কুদরত উল্লা জামে মসজিদ, কালেক্টরেট জামে মসজিদ, জর্জকোর্ট জামে মসজিদ, লালদিঘির পাড় জামে মসজিদ, সোবহানিঘাট জামে মসজিদ, কাঁচাবাজার সোবহানিঘাট জামে মসজিদ, মিরবক্সটুলা মাদরাসা মসজিদ, মিরবক্সটুলা জামে মসজিদ (বিকল্প জায়গা), ভার্থখলা জামে মসজিদ, খোজারখলা মারকাজ জামে মসজিদ, কদমতলি জামে মসজিদ, ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ, বরইকান্দি জামে মসজিদ, দারুস সালাম মাদরাসা জামে মসজিদ ও নাইয়রপুল তাকুয়া মসজিদে ঈদের নামাজ আদায় করা হয়।
Leave a Reply