মাধবপুর প্রতিনিধি : বেসামরিক বিমান ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, করোনা মহামারিতে কেউ অনাহারে থাকবেনা। সরকার বিভিন্ন প্রণোদনা প্যাকেজ ও ত্রাণ বিতরণ করছে। পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন মানুষকে ঈদ উপহারও দেওয়া হচ্ছে।
মঙ্গলবার সকালে মাধবপুর পাইলট উচ্চ বিদ্যালয় ও মাওলানা আসাদ আলী কলেজ মাঠে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দকৃত ঈদ উপহার বিতরণকালে তিনি একথা বলেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনুভা নাশতারান, হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার নাজিম উদ্দিন, থানার ওসি ইকবাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদুল ইসলাম ও প্রেসক্লাব সম্পাদক সাব্বির হাসান।
উপজেলার ৬২৫ জন সুবিধাবঞ্চিত ও কর্মহীন মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
Leave a Reply