নিজস্ব প্রতিবেদক : মহান স্বাধীনতা দিবস এবং জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপনে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে সিলেট জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো রাহাত আনোয়ার। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরীর পরিচালনায় প্রস্তুতিসভায় বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য বদর উদ্দিন আহমদ কামরান, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল, মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মন রানা, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সৈয়দ আমিনুর রহমান, মুক্তিযুদ্ধ অনুশীলন সিলেটের সভাপতি আল আজাদ, কলামিস্ট আফতাব চৌধুরী, সাংবাদিক ইকরামুল কবির, কবি মুহিত চৌধুরী প্রমুখ।
Leave a Reply