নিজস্ব প্রতিবদেক : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট জেলা প্রশাসনের পক্ষ থেকে অমর একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদমিনার ও জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে।
এছাড়া সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
এদিকে জেলা প্রশাসন থেকে জানানো হয়েছে, করোনা পরিস্থিতিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ হতে সর্বোচ্চ ৫ জন এবং ব্যক্তি পর্যায়ে একসঙ্গে সর্বোচ্চ ২ জনের সমন্বয়ে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে পুষ্পস্তবক অর্পণ করতে হবে।
আরও জানানো হয়েছে, সকল শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি, আধাসরকারি, স্বায়ত্বশাসিত ও বেসরকারি ভবনসমূহে সঠিক নিয়মে, সঠিক রঙ ও মাপের জাতীয় পতাকা অর্ধনমিত রাখা, সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে পতাকা উত্তোলন ও সূর্যাস্তের সঙ্গে সঙ্গে
পতাকা নামানো এবং পতাকা অর্ধনমিত করার ক্ষেত্রে সঠিক নিয়ম (বাংলাদেশ পতাকা বিধিমালা, ১৯৭২) অনুসরণ করতে হবে।
Leave a Reply