নিজস্ব প্রতিবেদক : বুধবার মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর বাঙালির বিজয়ের দিন। ১৯৭১ সালের এ দিনে প্রিয় জন্মভূমি বাংলাদেশ পাকিস্তানি হানাদার বাহিনীর কবলমুক্ত হয়ে বিশ্ব মানচিত্রে একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে জায়গা করে নেয়।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছাব্বিশে মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। অন্যদিকে পাকিস্তানি হানাদার বাহিনী রাতের আঁধারে হায়নার মতো ঝাঁপিয়ে পড়ে ঢাকাসহ দেশের বিভিন্ন শহরে। আরম্ভ করে গণহত্যা। খানসেনাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলে আনসার, পুলিশ, তৎকালীন ইপিআর ও সেনাবাহিনীসহ কৃষক-শ্রমিক-ছাত্রজনতা। শুরু হয় মুক্তিযুদ্ধ। নয় মাসের রক্তক্ষয়ী এ যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর পশ্চিমা জল্লাদরা মিত্রবাহিনী ও মুক্তিবাহিনীর কাছ আত্মসমর্পণে বাধ্য হয়।
মহান বিজয় দিবস উদযাপনে এবার অন্যান্য বছরের মতো আনুষ্ঠানিকতা না থাকলেও পুরো জাতি এদিনে পরম শ্রদ্ধায় স্মরণ করবে প্রিয় জন্মভূমির স্বাধীনতার জন্যে জীবন উৎসর্গকারী ত্রিখলাখ স্বজনকে। শ্রদ্ধা জানাবে বীরাঙ্গনা আর সময়ের সাহসীসন্তান বীর মুক্তিযোদ্ধাদের। শাণিত করবে চেতনাকে। শপথবাক্য উচ্চারণ করবে, ‘সকল চক্রান্ত-ষড়যন্ত্র প্রতিহত করে কাঙ্ক্ষিত স্বদেশ-বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলবোই’।
Leave a Reply