নিজস্ব প্রতিবেদক : মহান মুক্তিযুদ্ধের সংগঠক, পরিচ্ছন্ন রাজনীতিবিদ ও ত্যাগী জননেতা গুলজার আহমদ আর নেই। সকল সুখ-দুঃখের সাথী স্ত্রী সৈয়দা জেবুন্নেছা খাতুন রাহেনার ইন্তেকালের দুদিন পরে তিনি এই নিজেও পরপারে পাড়ি জমালেন।
মঙ্গলবার সকাল ১১টা ৫০ মিনিটে তিনি ঢাকায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন। বুধবার বাদ আছর সিলেট মহানগরীর চৌকিদেখি জামে মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা এবং বাদ মাগরিব হযরত শাহজালাল (র) দরগায় দ্বিতীয় নামাজে জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে সমাহিত করা হবে।
জননেতা গুলজার আহমদের সহধর্মিণী সৈয়দা জেবুন্নেছা খাতুন রাহেনাও গত রবিবার সকাল ১০টায় ঢাকায় ইন্তেকাল করেন। মঙ্গলবার বাদ মাগরিব হযরত শাহজালাল (র) দরগায় তার নামাজে জানাজা শেষে তাকে দরগা কবরস্থানে সমাহিত করা হয়।
Leave a Reply