নিজস্ব প্রতিবেদক : মহান ভাষা সৈনিক ‘পিপি সাহেব’ খ্যাত স্বাধীন বাংলাদেশে সিলেটের প্রথম পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদকে শুক্রবার বাদ জুমা হযরত শাহজালাল রহমতুল্লাহি আলাইহির দরগা কবরস্থানে সমাহিত করা হয়েছে।
এর আগে দরগা মসজিদে তার নামাজে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে সর্বস্তরের মানুষ অংশ নেন।
অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদ বৃহস্পতিবার দিনগত রাত পৌণে ১২টার দিকে মহানগরীর ঝর্নারপাড়ে নিজের বাসায় শেষনিশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৯৬ বছর। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।
সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য দাফনের আগে অ্যাডভোকেট মনির উদ্দিন আহমদের মরদেহ সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে রাখা হয়।
Leave a Reply