মহান বিজয় দিবস উপলক্ষে বিয়ানীবাজারে চার দিনব্যাপী ‘বিজয় উল্লাস’ শীর্ষক চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করা হয়।
বিয়ানীবাজারের ঐতিহ্যবাহী গোলাবিয়া লাইব্রেরিতে বিয়ানীবাজার পৌরসভার সহযোগিতায় ২৬ ডিসেম্বর থেকে এই চিত্রকর্ম প্রদর্শনীর আয়োজন করে চারুকলা শিখন প্রতিষ্ঠান চারুলেখা। এতে ৬৪ জন শিশুশিল্পীর ১৫১টি চিত্রকর্ম স্থান পায়। প্রতিদিন বিপুল সংখ্যক মানুষ প্রদর্শনী দেখতে আসেন।
বিয়ানীবাজারের শিল্পমনা সাইদুর রহমান, সালেহ আহমদ শাহীন, ওয়াহিদুল ইসলাম, আতিকুল ইসলাম ও শরীফ খান মিলে ২০০৭ সালে চারুলেখা গড়ে তুলেন। বর্তমান শিক্ষার্থীর সংখ্যা ১২০। প্রধান শিক্ষক শিল্পী রাজেশ্বর বিশ্বাস রাজীব। এছাড়াও কয়েকজন তরুণ শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
Leave a Reply