সাংস্কৃতিক প্রতিবেদক : মহান বিজয় দিবস উপলক্ষে সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপী অনুষ্ঠনমালা শুরু হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে শুরু হয় প্রথম দিনের অনুষ্ঠান। চলে রাত সাড়ে ১০টা পর্যন্ত। এতে প্রায় ৪০টি সংগঠন কবিতা আবৃত্তি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়নে অংশ নেয়।
শুক্রবার বিকেল ৩টা থেকে আবার অনুষ্ঠান শুরু হবে।
এছাড়া সম্মিলিত নাট্য পরিষদের সহযোগিতায় মুজিব জাহান রেডক্রিসেন্ট রক্তদান কেন্দ্র সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে রক্ত সংগ্রহের আয়োজন করেছে।
Leave a Reply