মহান বিজয় দিবস উদযাপনে সিলেট জেলা প্রশাসনের প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ প্রস্তুতিসভায় ব্যাপক কর্মসূচি চূড়ান্ত করা হয়।
প্রস্তুতিসভায় সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বিজিবির ভারপ্রাপ্ত সেক্টর কমান্ডার লে কর্নেল সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, সাবেক সাংসদ সৈয়দা জেবুন্নেছা হক, সিলটিভির প্রধান নির্বাহী আল আজাদ, জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আজিজ আহমদ সেলিম, অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী ও সংস্কৃতিকর্মী এনামুল মুনীর। এছাড়াও বিভিন্ন সরকারি দফতরের প্রধান ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
প্রস্তুতি সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম জানান, এবারো সর্বস্তরের মানুষের অংশ্রগহণে বর্ণাঢ্য বিজয় শোভাযাত্রার মাধ্যমে ১ ডিসেম্বর মহান বিজয়ের মাসকে বরণ করা হবে।
Leave a Reply